Permission and Recognition of Teaching Institutions
Permission and Recognition of Teaching Institutions
Permission and Recognition of Teaching Institutions
Head Teacher
.
চকরিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। বিদ্যালয় শুধুমাত্র পুথিগত জ্ঞান আহরণের ক্ষেত্র নয়, বরং নীতি নৈতিকতা, মানবিক মুল্যবোধ এবং অসাম্প্রদায়িক চেতনা সৃষ্টির উত্তম ক্ষেত্র। বিশ্বকে জানতে ও যুগের সাথে তাল মিলিয়ে চলতে প্রযুক্তিগত জ্ঞান ও দক্ষতা অত্যাবশ্যক। বিদ্যালয়য় ও শিক্ষকগণ হবেন এর পথ প্রদর্শক ও পরিচালক। আআদের বিদ্যালয় আপনার সন্তান কে আগামীর জন্য গড়তে একটি উত্তম, যুগোপযোগী, ও আদর্শ একমাত্র নারী শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষার্থী, শিক্ষক, ও অভিভাবকদের আন্তরিকতা ও সহযোগিতা আমাদের বিদ্যালয়য় কে নিয়ে গেছে অনন্য উচ্চতায়। আগামীদিন গুলোতে আপনাদের সহযোগিতা অব্যহত থাকুক-এ প্রত্যাশায়।