EIIN : 106170
School Code : 4326 Chiringa, CHAKARIA, Cox'sbazar; 01817756497
Head Teacher

    চকরিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। বিদ্যালয় শুধুমাত্র পুথিগত জ্ঞান আহরণের ক্ষেত্র নয়, বরং নীতি নৈতিকতা, মানবিক মুল্যবোধ এবং অসাম্প্রদায়িক চেতনা সৃষ্টির উত্তম ক্ষেত্র। বিশ্বকে জানতে ও যুগের সাথে তাল মিলিয়ে চলতে প্রযুক্তিগত জ্ঞান ও দক্ষতা অত্যাবশ্যক। বিদ্যালয়য় ও শিক্ষকগণ হবেন এর পথ প্রদর্শক ও পরিচালক। আআদের বিদ্যালয় আপনার সন্তান কে আগামীর জন্য গড়তে একটি উত্তম, যুগোপযোগী, ও আদর্শ একমাত্র নারী শিক্ষা প্রতিষ্ঠান।  শিক্ষার্থী, শিক্ষক, ও  অভিভাবকদের আন্তরিকতা ও সহযোগিতা আমাদের বিদ্যালয়য় কে নিয়ে গেছে অনন্য উচ্চতায়। আগামীদিন গুলোতে আপনাদের সহযোগিতা অব্যহত থাকুক-এ প্রত্যাশায়।